বিশেষ প্রতিনিধি ▪️
প্রতারক চক্রের পাতা ফাঁদে পা দিয়ে প্রাণ দাম চুকাল মোহাম্মদ বোরহান উদ্দিন সায়মুন। নিহত সাইমুন বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ড উত্তর জলদী রুহুল্লাহপাড়া এলাকার মোহাম্মদ ইউনুসের পুত্র। ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় আনুমানিক ২ সেপ্টেম্বর তাকে খুন করেন প্রতারক।
পারিবারিক সূত্রে জানা যায়, সাইমুন একটি মিথ্যা মামলায় বেশ কিছুদিন কারাগারে ছিলেন। কারাগারে থাকাকালীন সময়ে প্রতারক চক্রের এক সদস্য তাঁর সাথে সখ্যতা তৈরী করে। পরে জামিনে মুক্ত হয় সাইমুন, কাছাকাছি সময়ে ঐ প্রতারক চক্রের সদস্যও মুক্ত হয়। পরে সেই সদস্য তাঁকে ঢাকায় ভাল চাকরি দিবে বলে ডেকে নিয়ে যায়। সাইমুন ঢাকায় যায় ২৭ আগস্ট, ঐ চক্রের সদস্যের আরো দুই একজন সহ যাত্রাবাড়ীতে একটি ভাড়া বাসায় উঠেন ৩১ আগস্ট। সে সময় সাইমুনকে আটকে তাঁরা সাইমুনের বাড়িতে ফোন দিয়ে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। ধারনা করা হচ্ছে টাকা পাওয়ার সম্ভাবনা না থাকায় , কিংবা অস্বীকৃতি জানানোয় তাকে ২ সেপ্টেম্বর হত্যা করে ভাড়া বাসার রুম তালাবদ্ধ করে সটকে যায়। ৫ সেপ্টেম্বর গন্ধ ছড়ানো শুরু করলে বাড়ির মালিক পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
সাইমুনের চাচাতো ভাই, আজিজ উদ্দিন জানান, তাঁরা সাইমুনের মরদেহ নিয়ে ফিরছেন। রাতেই দাফন সম্পন্ন করা হবে। অভিযুক্ত চক্রের সদস্যকে তাঁরা পরিচয় জানতে পেরেছে। যাত্রাবাড়ী থানায় তাঁদের নামে মামলা রুজু করা হয়েছে।
যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়,তদন্তের স্বার্থে আপাতত তাঁরা অভিযুক্তের নাম প্রকাশ করতে চায়না। দ্রুত গ্রেফতার পূর্বক সবকিছু জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020