ইউএস দূতাবাস ঢাকা ২০২৪-২০২৫ ফুলব্রাইট ডিস্টিংগুইশ অ্যাওয়ার্ড ইন টিচিং ফর ইন্টারন্যাশনাল টিচার্স (ফুলব্রাইট ডিএআই) প্রোগ্রামের জন্য আবেদনের আহ্বান করেছে। পেশাগত দক্ষতা আর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটি বাংলাদেশি নাগরিকদের জন্য সুবর্ণ সুযোগ। আমি কি পারব? আমার দ্বারা কি হবে? এই দোনোমোনো না করে আবদনের যোগ্যতা থাকলে দ্রুত আবেদন করুন।
আবেদনের যোগ্যতা—
* বাংলাদেশে বসবাসরত নাগরিক হতে হবে;
* প্রাইমারি অথবা মাধ্যমিক স্তরের পূর্ণ সময়ের শ্রেণিশিক্ষক হতে হবে;
* গাইডেন্স কাউন্সেলর, কারিকুলাম বিশেষজ্ঞ, লাইব্রেরি বিশেষজ্ঞ, বিশেষ শিক্ষা সমন্বয়কারী, শিক্ষক প্রশাসক এবং অন্য যাঁরা তাঁদের শিক্ষাজীবনে অর্ধেক সময় শিক্ষার্থীদের সঙ্গে কাটিয়েছেন;
* শিক্ষাদানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
* ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে;
* মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলের মতো মাইক্রোসফট অফিস স্যুট প্ল্যাটফর্মগুলোর ব্যবহার জানতে হবে।
আবেদন কীভাবে—
ফুলব্রাইট ডিএআই আবেদন সম্পর্কে জানতে অনলাইনে ঢুঁ মারতে পারেন আগ্রহীরা। সমস্যা হলে বা ফুলব্রাইট বৃত্তির জন্য অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধায় পড়লে dhakausexchanges@state.gov-এ যোগাযোগ করতে পারেন আগ্রহীরা।
আবেদন শেষ কবে—
ফুলব্রাইট ডিএআইতে আবেদনের শেষ দিন ১৪ এপ্রিল। ওই দিন বাংলাদেশ সময় ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের।
আবেদন করুন এখানে : https://fulbright.irex.org/.
আরো তথ্যের জন্য ভিজিট করুন : https://exchanges.state.gov/non-us/program/fulbright-programs-international-primary-and-secondary-teachers