‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই শ্লোগানকে সামনে রেখে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সাইদুজ্জামান চৌধুরীর অনুপ্রেরণায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের সার্বিক সহযোগিতায় প্রিয় শেখেরখীল ব্লাড ব্যাংকের আয়োজনে শেখেরখীল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন শেখেরখীল দারুচ্ছালাম আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, প্রিয় শেখেরখীল ব্লাড ব্যাংকের পরিচালক আমিরুল ইসলাম শুভ, শেখেরখীল আইডিয়াল কিন্ডার গার্ডেন এর সিনিয়র শিক্ষক আরাফাত ফারুকী, শাকের উল্লাহ রিজভী, দারুচ্ছালাম মাদ্রাসা, আইডিয়াল কিন্ডার গার্ডেন এর শিক্ষকবৃন্দ ও প্রিয় শেখেরখীল ব্লাড ব্যাংকের সদস্যবৃন্দ।