ঐতিহ্যবাহী রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রপরিষদ গঠনের লক্ষ্যে সম্প্রতি বিদ্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন বর্ষে উত্তীর্ণ ও এসএসসি পরীক্ষায় অঅংশগ্রহণ করা প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিল। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত সকল প্রাক্তন শিক্ষার্থীদের সম্মতিতে একটি কার্যকরী কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়। (২০০১-২০০৪) ব্যাচ এর পক্ষ হয়ে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও খানখানাবাদ ইউনিয়ন পরিষদের এর চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার আগামী ৬মাসের মধ্যে একটি কার্যকরী কমিটি প্রস্তুত করার জন্য বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে প্রস্তুতি কমিটির অনুমোদন প্রদান করেন। প্রস্তুতি কমিটির সদস্যরা হলেন আব্দুর রহিম চৌধুরী (ব্যাচ-০৭), মঞ্জুর আহমেদ (ব্যাচ-০৯), মো. শহিদুল ইসলাম শহিদ (ব্যাচ-১০), ইকরাম উদ্দিন (ব্যাচ-১১),শাহেদুল হক চৌধুরী জনি (ব্যাচ-১১)শহিদুল ইসলাম (ব্যাচ-১২), আবছার উদ্দিন (ব্যাচ-১৩),আমজাদ হোসেন জিয়াম (ব্যাচ-১৪),আরফাদুল ইসলাম (ব্যাচ-১৫),আরিফুর রহমান শাকিল (ব্যাচ-১৬), মোহাম্মদ আকিব (ব্যাচ-১৭)
,মুনতাসির আল আবিদ (ব্যাচ-১৮), মনিরুল ইসলাম (ব্যাচ-১৯), তাসমিন আক্তার সানিয়া (ব্যাচ-২০), কুবরা ইবনাত রাদিকা (ব্যাচ-২২)
উল্লেখ্য উক্ত মতবিনিময় সভায় বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে “ক” ইউনিটের সদ্য ভর্তি পরীক্ষায় ১ম স্থান অধিকার তাসমিন আক্তার সানিয়াকে সংবর্ধিত করা হয়। মতবিনিময় ও সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও শিক্ষকমন্ডলী সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীগণ।