জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলা।
গত ১৬ নভেম্বর ২০২১,মঙ্গলবার বিকাল ৪.০০ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলা।এসময় উপস্হিত ছিলেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও আগরতলা ষড়যন্ত্র মামলার ১২ নং আসামী এবং স্বাধীনতা সংগ্রামী ভূপতি ভূষণ চৌধুরী প্রকাশ মানিক চৌধুরীর সন্তান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সহ- সভাপতি ও আওয়ামী লীগ নেতা দীপংকর চৌধুরী কাজল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার কার্যকরি সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা সাবেক ছাত্রনেতা অলিদ চৌধুরী , একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সহ- সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোঃ সাহাব উদ্দিন।