বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) এর শুভ উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(অনুর্ধ্ব ১৭) ২০২১ এর শুভ উদ্বোধনী খেলা আজ (শুক্রবার) বিকাল ৩.০০ টায় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জমান চৌধুরী’র সভাপতিত্বে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর, বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, মৎস কর্মকর্তা উম্মুল ফারা তাসকিয়া, কৃষি কর্মকর্তা আবু ছালেক, নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন, বৈলছড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কপিল উদ্দীন প্রমুখ।
উদ্বোধনী খেলায় বাহারছড়া ইউনিয়ন ট্রাইব্রেকারে সরল ইউনিয়নকে পরাজিত করে জয়লাভ করে।