চট্টগ্রামের কর্ণফুলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে কর্ণফুলী থানার উত্তর বন্দর এলাকার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীর বাড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। রাত ১১টার দিকে ২০-৩০ জন লোক মোটরসাইকেলে এসে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীর বাড়ি ও আওয়ামী লীগ সমর্থিত আবুল কালামের ঘরে হামলা চালায়। এ সময় ওই পক্ষ পাল্টা ধাওয়া করলে কয়েকটি মোটরসাইকেল ফেলে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে-ছুড়তে পালিয়ে যায়। এ সময় হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020