বন্ধুত্বের বন্ধন মানেই অন্যরকম অনুভূতি! তাইতো শিবরাম চক্রবর্তী বলেছেন- "বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না।"
বন্ধুত্বের এই বন্ধনকে আরো দৃঢ় করতে পুরনো দিনের স্মৃতিকে আলিঙ্গন করে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের ব্যাচ আয়োজন করছে তাদের বন্ধুত্ব ও বন্ধনের একযুগ পূর্তি (২০০৯- ২০২১)। এই উপলক্ষ্যে তারা আগামীকাল শনিবার বিকেলে বাঁশখালী সমুদ্র সৈকতের কদমরসুল পয়েন্টে একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে। বাঁশখালী সমুদ্র সৈকত ভ্রমণকারী সকল পর্যটককে তারা তাদের অনুষ্ঠান উপভোগ করার নিমন্ত্রণ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020