Search
Close this search box.
Search
Close this search box.

বরিশালে আ.লীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে বিএনপির প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। হামলার শিকার প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ বাদী হয়ে ৩ নভেম্বর মেহেন্দিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। 

এই মামলায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা এবং পৌর আওয়ামী লীগের ১১ নেতার নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২০-৩০ জনকে।

বুধবার (১১ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান। তিনি জানান, গত ৩ নভেম্বর মামলাটি নথিভুক্ত করে আদালতে পাঠানো হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আসামিরা হলেন- মেহেন্দিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মনির জমাদ্দার, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মিন্টু জমাদ্দার, গনি জমাদ্দার, জাকির জমাদ্দার, আমির চৌকিদার, রাকিব পোদ্দার, আলী সরদার. বাহাউদ্দিন ঢালী, হারুন মোল্লা, মো. মনির ও হাসান জোমাদ্দার। এরা সবাই মেহেন্দিগঞ্জ উপজেলার চুনারচর, চাঁনপুর, শ্রীপুর, চরহোগলা, মিয়ারচর এলাকার বাসিন্দা এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন মেজবাহ উদ্দিন ফরহাদ। তিনি ২০১৮ সালের ২৮ নভেম্বর দুপুরে নেতাকর্মীদের নিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল শেষে ফেরার পথে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির প্রার্থী ফরহাদের ওপর হামলা করে। তখন তারা পিস্তল দিয়ে গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ করে। বোমার স্প্লিন্টারের সংসদ সদস্য প্রার্থীর সঙ্গে থাকা ৫ নেতাকর্মী আহত হন। এসময় নেতাকর্মীদের সঙ্গে থাকা টাকা, মোবাইল সেট ছিনতাই করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন  বাঁশখালী আনোয়ারা'র প্রার্থীদের কোস্ট ফাউন্ডেশনে নিয়োগ