আফ্রিকার দেশ মোজাম্বিকে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১২ নভেম্বর) বিকেলে মোজাম্বিক মানিকা শিমুই শহরের রায়হান ক্লাবে আলোচনা সভা, শান্তি সমাবেশ ও কেক কেটে মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উদ্যোগে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা আবু সাইদ জুয়েলের সঞ্চালনায়, মোজাম্বিক আওয়ামী যুবলীগ নেতা আব্দুল গফুর মানিকের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মো. নাছির উদ্দিন, প্রধান বক্তা ছিলেন মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আহমেদ নুর, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, আহমুদুল্লাহ, মানিকা প্রবেন্সিয়া আওয়ামী লীগের সভাপতি মুস্তাফা কামাল পুতু, সাধারণ সম্পাদক সরোয়ার আলম লিটন, সহ-সভাপতি মুহাম্মদ শাহজাহান, মোজাম্বিক কেন্দ্রীয় যুবলীগ নেতা কবির, আরাফাত, কায়সার, হাসান মুরাদ, মুহাম্মদ হেফাজ উদ্দীন সাগর, ইমরানুল হক আমজাদ, মোহাম্মদ জায়েদ বিন কালাম প্রমুখ। এসময় দোয়া ও আলোচনা সভায় মোজাম্বিকের বিভিন্ন শহর থেকে আগত মোজাম্বিক আওয়ামী লীগ, যুবলীগের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান এবং যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনিসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণ করেন। মুজিব বাহিনীর সেনাপতি হিসেবে ১৯৭১ সালের যুদ্ধে তার বিশাল অবদান কথা তুলে ধরেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন। আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সবাইকে একতাবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা কে জয়ী করতে হবে।