সংগঠনের আহ্বায়ক শামিম উল্লাহ আদিলের সঞ্চালনায় মাষ্টার ফজলুল করিম এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, বাকলিয়া সরকারি কলেজের প্রফেসর, ২৯তম বিসিএস (শিক্ষা) মোঃ এমরানুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের অফিসার, ৩৯তম বিসিএস (স্বাস্থ্য) ডাঃ আসিফুল হক, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী, অ্যাডভোকেট রায়হান সোবহান, সংগঠনের এডমিন তানবীরুল ইসলাম, ইমতিয়াজ হুবাইব, মোরশেদুল ইসলাম, নজরুল ইসলাম, সোহেল রানা, সাঈদ মারুফ,আনিসুর রহমান, মুজিবুর রহমান প্রমুখ ।
উক্ত মাহফিলে সংগঠনের পক্ষ থেকে অতীতের ন্যায় ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোকিত সমাজ বিনির্মানে সহায়ক ভুমিকা পালন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তৃতায় বলেন, সামাজিক সংগঠন এলাকায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখতে পারে। বশিরা-বারি সংগঠনও তেমন ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। বিজ্ঞপ্তি ▪️