Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা পেল আর্থিক সহায়তা

এম আর মুজিব-মোজাম্বিক প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাব্বত আলী পাড়ায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ বসতঘরের ১৮টি পরিবারের ঘর-বাড়িসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতি হয় প্রায় অর্ধকোটি টাকা।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে প্রবাসীদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিক কেন্দ্রীয় কমিটি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের ২১ সদস্যের মাঝে ২ লক্ষ ১০ হাজার নগদ টাকা প্রদান করা হয়।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ আনিছুর রহমান, শিলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, শিলকূপ ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক নুরুল আকতার তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন সিকদার, বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক এমআর মুজিব, ফয়েজ উদ্দিন, জাকের হোসেন, দিদারুল ইসলাম, মুহাম্মদ সোহেল, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আরও পড়ুন  আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদুল আজহা বুধবার