বাঁশখালীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৬টার দিকে বাঁশখালী থানার দক্ষিণে ডায়াবেটিক হাসপাতাল ও মেডিকেল সেন্টারের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শিপ্রা দাস (৫০)। তিনি বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি মহাজনঘাটা ৮ নম্বর ওয়ার্ডের মৃত আশীষ দাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিপ্রা দাস ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়ে হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহ উদ্ধার করে থানার পুলিশের কাছে হস্তান্তর করে
বাঁশখালী থানা সূত্রে জানা গেছে অজ্ঞাত গাড়িটি শিপ্রা দাসকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আশপাশে কোনো সিসি ক্যামেরা না থাকায় গাড়িটি শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ থানায় আনা হয়েছে, বিষয়টি তদন্তাধীন।
নিহতের পরিবার জানায়, সকালে তিনি বাজারে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। পরিবারের সদস্যরা বলেন, “এ ঘটনায় আমাদের কোনো অভিযোগ নেই, এটি একটি দুর্ঘটনা হিসেবেই মেনে নিচ্ছি।”
