
বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিজবাহ উদ্দিন নয়ন (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের টেমা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মিজবাহ উদ্দিন ওই এলাকার মো. কাইছার উদ্দিনের পুত্র।
৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ লোকমান জানান, “মিজবাহ প্রতিদিনের মতো রিকশা চালিয়ে রাতে বাড়ি ফিরে ব্যাটারি চার্জ দিতে যান। অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে গুনাগরিস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020