চট্টগ্রামের বাঁশখালীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ জসিম ও মোহাম্মদ রাকিবকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
[irp posts="870" ]
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দিন ও পুলিশের কর্মকর্তারা সাথে ছিলেন।
বাঁশখালী উপজেলা প্রশাসন জানিয়েছে, দুপুর ১২টা থেকে বিকাল ২টা পর্যন্ত চলা এই অভিযানে ড্রেজার দিয়ে সাঙ্গু নদী থেকে বালি উত্তোলনের সময় অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইলিয়াস (৫৫), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আবু তাহের মুন্সির ছেলে মোহাম্মদ জসিম (৪৫), এবং একই উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে মোহাম্মদ রাকিব (২১)।
এছাড়া বালু ভর্তি ড্রেজারটি বোটসহ জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020