
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে প্রচারণার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার সদর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় এনসিপির বাঁশখালী উপজেলা শাখার সংগঠক তানভীর কাদের শিকদার আহত হন। স্থানীয় একটি হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, “গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে” ঘোষিত জুলাই মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে তানভীর কাদের মাইকিং করছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। একইসঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে লাগানো পদযাত্রার ব্যানার ছিঁড়ে ফেলা হয় ও কয়েকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
তানভীর কাদের শিকদার অভিযোগ করে বলেন, “বিএনপির নেতাকর্মীরাই এই পরিকল্পিত হামলা চালিয়েছে। তারা চায় না জনগণের মধ্যে আমাদের বার্তা পৌঁছাক।”
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এনসিপির কেন্দ্রীয় কমিটি। এক বিবৃতিতে তারা বলেছে, “এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020