বাঁশখালী উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয়ের অধীনে জার্মানির জিআইজেড এর কারিগরি সহযোগিতায় সহযোগী সংস্থা কোস্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “কমিউনিটিতে ন্যায়বিচারের প্রবেশাধিকার” নামক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫/১১/২০২১ইং রোজ বৃহস্পতিবার সভা উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে কোস্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কোস্ট ফাউন্ডেশনের কমিউনিটি প্যারালিগ্যাল মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় জেলা প্রকল্প কর্মকর্তা দিলদার হোসেন দিদারের সভাপতিত্বে। সভায় স্বাগত বক্তব্য এবং প্রকল্প সম্পর্কে বিস্তারিত অবহিত করেন জেলা প্রকল্প কর্মকর্তা দিলদার হোসেন দিদার। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা। উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আবু বকর ছিদ্দিক। উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিরা। উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম। সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান। পুলিশ পরিদর্শক (তদন্ত) বাঁশখালী থানা মোঃ আজিজুল ইসলাম। সহকারী পরিদর্শক উপজেলা সমবায় বন্দনা দাশ। সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মায়মুনুর রশিদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন স্যার। এইড.ইউ বাঁশখালী আবু বকর ছিদ্দিকী। উপসহকারী প্রকৌশলী পি.আই.ও অফিস।
পল্লী সঞ্চয়ি ব্যাংকের ব্যবস্থাপক শহীদুল ইসলাম।
উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আদিল।
উক্ত প্রকল্প অবহিতকরণ সভায় আরও উপস্থিত ছিলেন মীর্জা বদরুল ইসলাম, গাজী আনোয়ার, কোস্ট ফাউন্ডেশনের এভ্যুলেশন & মনিটরিং অফিসার উপমা দাশ, কমিউনিটি প্যারালিগাল নিশাত চৌধুরী,এ্যানি দে,মোহাম্মদ ইসমাঈল,জমির উদ্দীন,এবং মোহাম্মদ ইসমাঈল নয়ন সভায় বক্তারা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অঙ্গীকার করেন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অসহায় ও হতদরিদ্র মানুষ যাতে সহজে আইনী সেবা পেতে পারে এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।উল্লেখ্য, “কমিউনিটিতে ন্যায়বিচার প্রবেশাধিকার” সহযোগিতায় কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বাঁশখালী উপজেলার পুকুরিয়া, সাধনপুর,খানখানাবাদ, বাহারচড়া ইউনিয়ন এবং আনোয়ারা উপজেলায় আনোয়ারা সদর,চাতরী,হাইলদর, পরৈকোড়া ইউনিয়নে বাস্তবায়ন করছে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020