Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালীতে জলকদর খালের দখল উচ্ছেদ কার্যক্রম শুরু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুরুত্বপূর্ণ জলকদর খালের সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উদ্ধার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে প্রশাসন।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন | ছবি রিয়াদুল ইসলাম রিয়াদ

সূত্র জানায়, বুধবার সকালে হাইকোর্টের নির্দেশে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। প্রাথমিকভাবে সীমানা নির্ধারণ ও উদ্ধার কার্যক্রম খানখানাবাদ ইউনিয়নের ঈশ্বর বাবুর হাট অংশ থেকে আনুষ্ঠানিকভাবেই শুরু করা হয়। মহামান্য হাইকোর্টের নির্দেশে সীমানা নির্ধারণের জন্য জেলাপ্রশাসন ছয় জন সার্ভেয়ারও নিয়োগ দিয়েছেন। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডও একজন সার্ভেয়ার দিবে।

ওইসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল খালেক পাটোয়ারী, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. কামাল উদ্দিন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

বাঁশখালীর ইউএনও জেসমিন আক্তার বলেন, নতুন করে কেউ যেন স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য জলকদর খাল উদ্ধারের প্রাথমিক কাজ হিসেবে সীমাধানা নির্ধারণ কার্যক্রম শুরু করেছি। এ ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা আছে।

আরও পড়ুন  ঢাবিতে কক্সবাজার স্টুডেন্ট'স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত