
চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াতে ইসলামী উপজেলা ও পৌরসভা যুব বিভাগের উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে বাঁশখালী পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বৈলছড়ি ইউনিয়ন একাদশ ২-১ গোলে পুঁইছড়ি ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি জুলাই যুদ্ধের শহীদদের স্মরণ করে বলেন, “আবু সাঈদ, মুগ্ধ, ফয়সাল, ওয়াসিমরা প্রাণ দিয়ে আমাদের নতুন দেশ উপহার দিয়েছেন। তাদের রক্তের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়।” একই সঙ্গে তিনি বাঁশখালীতে একটি জেলা মানের স্টেডিয়াম নির্মাণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ফাইনাল খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির সভাপতি তানজির হোসেন জুয়েল।
পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি.এম. সাইফুল ইসলাম, অ্যাডভোকেট ইমরানুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জসিম উদ্দিন এবং খেলা পরিচালনা করেন বিটু রাজ বড়ুয়া।
ব্যক্তিগত পারফরম্যান্সে বৈলছড়ির ফরহাদ সর্বোচ্চ গোলদাতা, রুবেল ম্যান অব দ্যা ম্যাচ, আবু সাঈদ সেরা গোলরক্ষক এবং হেলাল ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন। এ ছাড়া সুশৃঙ্খল দল হিসেবে সরল যুব বিভাগ একাদশকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের দায়িত্বশীল অধ্যাপক শহিদ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শুক্কুর কোম্পানী, পৌরসভা যুব বিভাগের সভাপতি আবু তৈয়্যব, চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি কফিল উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020