চট্টগ্রামের বাঁশখালীতে সামাজিক সংগঠন তরুণ প্রজন্ম ক্লাবে উদ্যোগে এলাকার গরীব অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহাফিল সম্পন্ন। ১৫ মার্চ বিকালে দক্ষিণ সাধনপুর মোকামিপাড়াস্থ তরুণ প্রজন্ম ক্লাবে এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে. এম সালাউদ্দিন কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মাষ্টার সাইফুর রহমান ,তরুণ প্রজন্ম ক্লাবের পৃষ্টপোষক ও বাংলাদেশ কৃষি লীগের সাবেক সদস্য মোঃ আরিফ হোসেন, তরুণ প্রজন্ম ক্লাবেরপ্রধান উপদেষ্টা ও ইউপি সদস্য মোহাম্মদ এজাজ,ইউপি সদস্য শওকত হোসেন সৈকত,জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক আনোরুল আজিম,
তরুণ প্রজন্ম ক্লাবের সিনিয়র উপদেষ্টা মোঃ শাকিল,মোঃ জালাল। এসময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুন্নবী ইশমাম, সহ-সভাপতি মোহাম্মদ আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম সাইফুল, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন সহ ক্লাবের সদস্য বৃন্দ।