চট্টগ্রাম জেলাপ্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান একটি অনন্য উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম জেলায় সেটি হল ২০২৩ সালকে মার্ক করে ২৩ লক্ষ ফলদ ও বনজ চারাগাছ বিতরণ করা হবে চট্টগ্রাম জেলায়।
চট্টগ্রামের একটি উপজেলা হিসাবে বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট এক লক্ষ ৫০ হাজার চারাগাছ লাগানো হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শিক্ষার্থীদের হাতে , সামাজিক সংগঠনকে, সরকারি, বেসরকারি, ধর্মীয় প্রতিষ্ঠান এই চারাগাছ রোপনে সম্পৃক্ত হবেন। একই ভাবে আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নে ১ লক্ষ ১০ হাজার চারাগাছ বিতরণ করা হবে। দুই উপজেলায় মোট দুই লক্ষ ষাট হাজার চারাগাছ বিতরণ করা হবে।
বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে আমরা
দেড় লক্ষ চারাগাছ পেয়েছি। উপকূলীয় অঞ্চল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে চারাগাছ। আজ (বৃহস্পতিবার) বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় ও বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পর্যায়ের ক্রমে সকল প্রতিষ্ঠানে এই কর্মসূচীর আওতায় আসবে।