রিয়াদুল ইসলাম রিয়াদ ▪️
চট্টগ্রামের বাঁশখালীতে ২ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংক এর উদ্বোধন করলেম প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরপ প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন। ভবনটির নির্মান প্রকল্পটি বাস্তবায়ন করে গণপূর্ত বিভাগ চট্টগ্রাম -১ । ২ কোটি ২৪ লাখ টাকায় ভবনটি নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এ আর এম ইঞ্জিনিয়ারিং।
বাঁশখালী পৌরসদরের উপজেলায় নব-নির্মিত উপজেলা ভূমি অফিসের ভবন উদ্বোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি । বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজাহারুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.সমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, সহকারী ভূমি কর্মকর্তা চন্দন দাশ,ছৈয়দ জয়নাল আবেদীন,বিমান বড়ুয়া, উপ সহকারী ভূমি কর্মকর্তা আরিফুর রহমান,আব্দুল মবিন,মোঃ ফরিদ, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক নীলকন্ঠ দাশ,পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এডভোকেট তোফাইল বিন হোসাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, উপজেলা ওলামালীগের সভাপতি আক্তার হোসেন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বাঁশখালী উপজেলায় কর্মরত সকল ভূমি কর্মকর্তা-
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নির্মিত ভবনটি পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020