মুহাম্মদ মিজান বিন তাহের, অতিথি প্রতিবেদক ▪️
বাঁশখালী বামের ছড়া ও ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ কমিটির নির্বাচন আজ শনিবার (৮ ডিসেম্বর) উত্তর চাম্বল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুিষ্টত হয়। নির্বাচনে ১২টি দের মধ্যে সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক,চাম্বল ও মনকিচর ব্লকের ৪জন সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়। বাকী কোষাধ্যক্ষ, জলদী ও শীলকুপ ব্লকের ৪ সদস্যের নির্বাচন অনুষ্টিত হয়। এতে কোষাধ্যক্ষ পদে মো: নবী হোসেন ৪১৩ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী মোাহাম্মদ জাহাঙ্গীর আলম পায় ২৩৪ ভোট,এবং সদস্য পদে জলদী ব্লকে আবদুল মালেক ১৫৮ ভোট, ফজল করিম প্রঃ ফয়জে উল্লাহ ১৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়, শীলকুপ ব্লকে মোহাম্মদ আলমগীর ১০৭ ভোট,দিল মোহাম্মদ ২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়। এর আগে বিনা প্রতিদ্বন্দী তায় সভাপতি নির্বাচিত হন মুজিবুর রহমান , সহ-সভাপতি মোজাফফর আহমদ ও সাধারণ সম্পাদক পদে মোঃ জয়নাল আবেদীন বিজয়ী হন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020