বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বনিক পাড়া টেক এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে অবিনাশ ধর (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) দুপুর ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অবিনাশ ধর কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাথ পাড়ার বাসিন্দা বিপিন চন্দ্র ধরের ছেলে।
[irp posts="79702" ]
স্থানীয় সূত্রে জানা গেছে, গুনাগরী নিজ বাড়ি থেকে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় পিতা-মাতার শ্মশানে বাতি দেওয়ার উদ্দেশ্যে রাস্তার পূর্ব পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অবিনাশ ধর। বনিক পাড়া টেক এলাকায় পৌঁছালে উত্তর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস ও একটি অটোরিকশার (টমটম) ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
[irp posts="79490" ]
ঘটনার পর বাসটি পালিয়ে গেলেও পুলিশ অটোরিকশাটি জব্দ করেছে। নিহত অবিনাশ ধরের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। তার ছেলে সুমন ধর এ তথ্য নিশ্চিত করেছেন।
রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এআই শরিফ জানান, সকাল ১১টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনার খবর পাওয়া যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে এবং মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
[irp posts="9098" ]
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। মামলা করা হলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020