চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে রবিবার রাতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে প্রাণ হারান মো. হোছেন নামক (২৫) এক যুবক। মৃত্যুর সময় সে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চারদিন পর সে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)
উপজেলার কালীপুর ইউনিয়নের ওইট্টালতল পালপাড়া এলাকায় দুপুরে পলাশ সুশীলের ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে কাজের সময় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান,বিদ্যুৎ স্পৃষ্টে তার শরীরের প্রায়ই ৬০ শতাংশ পুড়ে ঝলসে যায়। সর্বশেষ চিকিৎসাধিন অবস্থায় গত রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার সময় তার মৃত্যু ঘটে।
নিহত রাজমিস্ত্রি মোঃ হোছেন বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ভাদালিয়া ১নং ওয়ার্ডের হাজ্বী আব্দুল কাদের সিকদার বাড়ীর কবির আহমদের পুত্র।
স্বজনরা জানান, মোঃ ‘হোছেন ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এতে তার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চমেকে নিয়ে এলে চিকিৎসাধিন অবস্থায় গত রাতে মারা যান।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘নিহতের পরিবারের সম্মতিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর চেয়ে বাঁশখালী থানা থেকে পাঁচলাইশ থানা বরাবর একটি লিখিত তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।