
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা মোহাম্মদ আজগর হোসাইন (২৫) নামের এক ইমামের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৩টার দিকে দক্ষিণ কাথরিয়ার আইল্লার বরো বাড়ি এলাকায় একটি নতুন মসজিদ উদ্বোধনের সময় এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের বিদ্যুৎ সংযোগে কাজ করার সময় অসাবধানতাবশত তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সাথে সাথে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আজগর হোসাইন বাগমারা বাইতুন নূর জামে মসজিদের খতিব ছিলেন। ইসলামি ছাত্রসেনার ইউনিয়ন সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তার এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় এডভোকেট মো. মিজান বলেন, “আজগর খুবই পরিশ্রমী এবং পরহেজগার ছিলেন। তাঁর এমন অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।”
পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম।
নামাজে জানাজা আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020