Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালী‌তে বিশ্ব জনসংখ্যা দিব‌সে ইপসা’র র‍্যালী ও আ‌লোচনা সভা

চট্টগ্রা‌মের বাঁশখালী‌তে বিশ্ব জনসংখ‌্যা দিব‌সে ইপসা সুখী প্রক‌ল্পের উ‌দ্যেগে র‌্যালী ও আ‌লোচনা মঙ্গলবার (১১জুলাই ) সকা‌লে অনু‌ষ্টিত হয় । উপ‌জেলা প‌রিষদ প্রাঙ্গ‌নে অনু‌ষ্টিত র‌্যালী‌তে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী
বাহারছড়া ইউ‌নিয়‌নের চেয়া‌রম‌্যান তাজুল ইসলাম, খানখানাবা‌দে‌ে চেয়ারম‌্যান জসীম উদ্দিন হায়দার,বাঁশখালী একা‌ডে‌মির নির্বাহী প‌রিচালক সাংবা‌দিক কল‌্যাণ বড়ুয়া, ইপসা সুখী প্রক‌ল্পের বাঁশখালী ইনচার্জ স‌ফিউল করিম, সাংবা‌দিক শাহ মুহাম্মদ শ‌ফিউল্লাহ, এন‌জিও নেতা নজরুল্ ইসলাম, ইপসার কর্মকর্তা মোঃ কাইয়ুম প্রমুখ । এর আ‌গে বিশ্ব জনসংখ‌্যা দিব‌সে
ইপসা সুখী প্রক‌ল্পের উ‌দ্যেগে আ‌লোচনা সভা ইপসার বাঁশখালী ফিল্ড অ‌ফি‌সে ইপসা সুখী প্রক‌ল্পের বাঁশখালী ইনচার্জ স‌ফিউল করিমের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্টিত হয় । এ সময় বাঁশখালী একা‌ডে‌মির নির্বাহী প‌রিচালক সাংবা‌দিক কল‌্যাণ বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, ইপসা সুখী প্রক‌ল্পের বাঁশখালী ইনচার্জ স‌ফিউল করিম, এন‌জিও নেতা নজরুল ইসলাম,রি‌সোর্স পুল সদস‌্য মোঃ সা‌য়েদ, আ‌বিদা সুলতানা প্রমুখ আ‌লোচনায় অংশ নেন । সভায় বক্তারা জনসংখ‌্যা‌কে জনশ‌ক্তি‌তে রুপান্ত‌রিত ক‌রে আধু‌নিক বাংলা‌দেশ করার জন‌্য সক‌লের প্রতি আহবান জানান ।

আরও পড়ুন  আনোয়ারায় হজরত শাহ সুফি লতিফ শাহের ওরস আজ