Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালীতে শিক্ষার্থী অপহরণ ; তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবী

চট্টগ্রামের বাঁশখালীতে তিন লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে মো. জাহিদুর রহমান ঈশান (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের অপহরণের অভিযোগ উঠেছে। ঈশান উপজেলার বাহারচরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের, মধ্যম ইলশা গ্রামের মো. ইলিয়াসের ২য় পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈশান জলদি হোসাইনিয়া কামিল মাদ্রাসার ১ম বর্ষের ছাত্র। সোমবার বিকেলে বন্ধুর সাথে দেখা করবে বলে বেরিয়ে আর ঘরে ফেরিনি। রাত হয়ে গেলে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরের দিন মঙ্গলবার একটা অপরিচিত নম্বর থেকে কল আসে এবং তিন লক্ষ টাকা মুক্তিপন দিয়ে ঈশানকে নিয়ে যেতে বলে ফোন কেঁটে দেন।

বৃহস্পতিবার ঈশানের বাড়িতে গিয়ে দেখা যায় তাঁর জেসমিন সুলতানা মন্টু ছেলের জন্য বিলাপ করছেন, দৈনিক বাংলাকে ইনি বলেন, ‘ একটা লোক কমপক্ষে ২০ বার এর উপরে ফোন করে টাকা চায় এবং এসব কথা বাইরে কাউকে বললে ছেলের ক্ষতি হবে বলে হুশিয়ার করেন। আমি কেঁদে কেঁদে বলি, আমি গরিব মানুষ, আমার স্বামী ছোট একটা মসজিদে ইমামতি করে, এত টাকা কোথায় পাব। আপনারা আমার ছেলের ক্ষতি করবেন আল্লাহর দোহায় লাগে। এরপর ঐ লোক বলে যতটাকা যোগাড় হইছে তা পাঠান। এর মধ্যে আমার ছেলের সাথে একবার কথা বলিয়ে দেয়। ছেলে বলে তাকে আটকে রেখেছে উখিয়ায়। আমার বড় ছেলে বর্তমানে উখিয়ার দিকে রওনা দিয়েছে আমার ছেলেকে উদ্ধারে সহযোগিতা করুন। বিলাপ করে করে এই কথা গুলো বলছিলেন ঈশানের মা জেসমিন সুলতানা।

স্থানীয় ইউপি সদস্য, জিয়াউর রহমান জানান, লোকমুখে শুনেছি পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানায়নি বিদায় আমি বিস্তারিত বলতে পারব না। বিষয়টির খোঁজ নিয়ে আমার পক্ষ থেকে কোন প্রকার সহযোগী প্রয়োজন হলে করব।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, থানায় একটা নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পরিবার থেকে অপহরণের বিষয়টি জানায়নি। তারপরেও আমাদের তৎপরতা চলমান।

আরও পড়ুন  লায়ন্স ক্লাব অব চিটাগাং তিলোত্তমা’র কমিটি গঠন।