Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালীতে স্ত্রীর স্বীকৃতি না পেয়ে তরুণীর অনশন

বাঁশখালীর কাথরিয়ায় বিয়ের পরও স্বামীর কাছ থেকে স্ত্রীর স্বীকৃতি না পাওয়ার অভিযোগে স্বামীর বাড়িতে অনশন করছেন এক তরুণী। সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে বর মোহাম্মদ রিদুয়ানের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ছৈয়দ আহমদ।

রিদুয়ান-আইরিন কোন এক সময়ে এক সঙ্গে

জানা গেছে, ২০১৮ সালের ডিসেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সন্দ্বীপ উপজেলার উড়িরচর ইউনিয়নের শামসুল হক চৌধুরীর মেয়ে আইরিন আক্তারের সঙ্গে বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের মাহফুজুর রহমানের ছেলে রিদুয়ানের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা ২০১৯ সালের জানুয়ারিতে বিয়েতে পরিণত হয়। বিয়ের পর তারা চট্টগ্রাম নগরের বালুছড়া এলাকায় ভাড়া বাসায় সংসার শুরু করেন।

তবে বিয়ের এক মাস পর রিদুয়ান দুবাই চলে যান। চলতি বছরের ৭ নভেম্বর দেশে ফিরে বালুছড়ায় স্ত্রীর ভাড়া বাসায় অবস্থান করেন। বিয়ের কথা জানালে রিদুয়ানের বাবা তাদের ঘরে তুলতে অস্বীকৃতি জানান।

সোমবার দুপুরে রিদুয়ানের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘর তালাবদ্ধ। বাইরে সিঁড়িতে বসে অনশন করছেন আইরিন আক্তার। তিনি অভিযোগ করেন, “আমাকে ৬ লাখ টাকা দেনমোহরে বিয়ে করে ৫ বছর সংসার করেছে। এখন মা-বাবার চাপে আমাকে স্ত্রীর স্বীকৃতি দিতে অস্বীকার করছে। আমার কোনও আত্মীয়-স্বজন নেই। এই পরিস্থিতিতে আত্মহত্যা ছাড়া আর কোনও পথ দেখছি না।”

তিনি আরও জানান, “প্রবাসে যাওয়ার আগে সে আমার সঞ্চিত টাকা নিয়ে গেছে। তার বাবা আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছেন।”

এ বিষয়ে ইউপি সদস্য ছৈয়দ আহমদ বলেন, “রিদুয়ান আমার চাচাতো বোনের ছেলে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”

তবে রিদুয়ানের পরিবারের দাবি ভিন্ন। তার মা নুর বেগম বলেন, “ছেলেরা অনেক সময় এ ধরনের সম্পর্ক করে। কিন্তু আমার ছেলের সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়নি।”

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, “এ বিষয়ে এখনো থানায় কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন  বাঁশখালীতে জলকদর খালের দখল উচ্ছেদ কার্যক্রম শুরু