দেশব্যাপী চলমান তাপপ্রবাহে মৃত্যুর মিছিল অব্যাহত। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচরা ইউনিয়নের চাপাছড়ি গ্রামের চমদ চৌধুরী বাড়ির মো. কাদের (৪০) নামে এক ব্যবসায়ীর হিট স্ট্রোকে মৃত্যু হয়। সে ঐ বাড়ির হারুনুর রশিদের ১ম পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরীতে ছোটখাটো ব্যবসা করত। বিকেল ৫টায় বাড়ি ফেরার পথে বাসে অসুস্থ হয়ে পড়লে গুনাগরিস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করালে সেখান থেকে তাকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় জলদি পর্যন্ত পৌঁছাতেই তার সাড়াশব্দ বন্ধ হয়ে যায় । বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মো. কাদের এর স্ত্রীর বড় ভাই মো. আকতার বলেন, প্রতিদিনের মত আমার বোনের জামাই বাড়িতে আসছিল। তার মৃত্যু সংবাদ আমাদের মাথার উপর যেন সাত আসমান ভেঙ্গে পড়ার মত। ছোট ছোট তিনটা বাচ্চা তাদের বাবাকে হারাল আমার বোন হারাল স্বামী।
স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর চৌধুরী বলেন, ' মো. কাদের একজন শান্তশিষ্ট ছেলে। তার এই মৃত্যু অপ্রত্যাশিত। হঠাৎ করে সবকিছু শেষ হয়ে গেল।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিয়াদ মোহাম্মদ মারজুক বলেন,' মো. কাদের মৃত্যুর আগে সুস্থ ছিলেন বলে জানা যায়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় সে অবচেতন ছিল বলা যায় ইতপূর্বেই মৃত্যু হয়েছিল । আমরা ডেথ কনফার্ম করি। আমার ডিউটি অফিসারের বক্তব্য অনুযায়ী হিট স্ট্রোকের লক্ষ্মণ ওর মধ্যে ছিল।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020