চট্টগ্রামের বাঁশখালীতে গ্যাস বহনকারী একটি লরির সাথে সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে ২ জনের মৃত্যু ও ৩ জন গুরুতর আহত হয়।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১:৩০ টায় দিকে চট্টগ্রাম-বাঁশখালী সড়কের সাধনপুর ইউনিয়নের নতুন দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মহেশখালী উপজেলার ৩
কালারমার ছড়া ইউনিয়নের উত্তর নরবিনা ভাঙ্গার মুখ বড়ুয়া পাড়া এলাকার মালেশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার কন্যা সন্তান রশ্মি বড়ুয়া (৩), অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফরহাদুল ইসলাম জানান, নগরমুখী একটি গ্যাস বহনকারী লরির সাথে দক্ষিণ মুখি একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে গাড়ির যাত্রী হিসেবে গাড়ির ভেতরে এক যুবক ও শিশু প্রাণ হারায়, গুরুতর আহত হয়েছে আরাও তিনজন।
আহতরা হলেন কক্সবাজার জেলার মহশখালী হুয়ানক ইউপির ৫ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস (৬৮) নিহত শিশু শিশু কন্যার মাতা প্রিয়ন্তি বড়ুয়া (২১), সিএনজি চালক জাবের (১৯)।
পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, আমাদের একটি উদ্ধারকারী টিম ঘটনাস্থলে আছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।