বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও আমেরিকা পাঁচ দেশীয় আন্তর্জাতিক কবি সম্মেলন ফেনীর ফরহাদ নগর, গীতিকার নজরুল ইসলাম বাঙালির কবিতাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে পাঁচ দেশ থেকে প্রায় দুইশত কবিকে সংবর্ধনা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমাদের বাঁশখালীর ডোংরা গ্রামের উদীয়মান কবি ইমরানুল ইসলাম ও অনুষ্ঠানে সংবর্ধনার জন্য নির্বাচিত হয়। আন্তর্জাতিক পরিমন্ডলে দেশী-বিদেশী শত শত জ্ঞানীগুণীদের ভীড়ে স্থান পাওয়া সত্যি আনন্দের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জনাব নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, প্রধান আলোচক ভাষা বিজ্ঞানী শ্রদ্ধেয় মাহমুদুল হাসান নিজামী স্যার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের অভিনেত্রী, কবি ও বাচিক শিল্পী সর্বানী চ্যাট্যার্জী, নেপালের কবি রাজেন্দ্র গুড়া পাইন, ভুটানের হার্ক ডি বিশোয়া, আমেরিকান কবি অঞ্জলি, কবি ইউসুফ রেজা, কবি মুহাম্মদ ফখরুদ্দিন, কবি শেফালী হোসেন, কবি শুক্কুর চৌধুরী, কবি ফারুক জাহাঙ্গীর, কবি ইঞ্জিনিয়ার মহি উদ্দিন,অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, কবি নীলিমা আক্তার নীলা সহ নাম জানা অজানা পাঁচ দেশ থেকে আগত দুই শতাধিক কবি ও সংগঠক। অনুষ্ঠানে কবিদের ব্যাচ, কার্ড, সম্মেলন উত্তরীয়, সনদ ও পদক প্রদান করা হয়। সকল কবিদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। শত শত কবির পদচারণায় মুখরিত ফেনী জেলার ফরহাদ নগর। এ অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন কবি, গীতিকার ও কমিশনার নজরুল ইসলাম বাঙালি, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কবি ও সংগঠক জনাব শাহজাহান মজুমদার । এরকম অনুষ্ঠানের মাধ্যমে বাংলা সাহিত্য চর্চার ক্ষেত্রে কবি সাহিত্যিকেরা নতুনত্ব সৃষ্টিতে উৎসাহ পাবে। উল্লেখ্য ইমরানুল ইসলামের জন্ম বাঁশখালী খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020