বাঁশখালীর মেধাবী সন্তান, ওয়ান ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট, বর্তমানে আমেরিকার বিখ্যাত মর্ডান পার্কিং ইনকর্পোরেশন এর সিনিয়র সিস্টেম এনালিস্ট অহিদুল আলম এর কন্যা আমেরিকার শিক্ষায় অসামান্য অর্জনের স্বীকৃতি হিসাবে রাষ্ট্রপতি শিক্ষা পুরষ্কার অর্জন করেছেন। আজ তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত রাষ্ট্রপতি শিক্ষা পুরস্কার চিঠি এবং প্রশংসাপত্র পেয়েছেন। প্রাথমিক শিক্ষাসমাপনী পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ১১ জুন কমনওয়েলথ এভেনিউ এলিমেন্টারি স্কুলে এক অনুষ্ঠানে তাকে অ্যাওয়ার্ড লেটার ও সার্টিফিকেট প্রদান করা হয়। ওয়ারিশা তার অসামান্য একাডেমিক এক্সিলেন্সের জন্য এই পুরষ্কার অর্জন করেছে।
এটি আমেরিকান শিক্ষার্থীর জন্য একটি সম্মানজনক পুরষ্কার। অহিদুল আলম বাঁশখালী এক্সপ্রেসের অভিনন্দনের জবাবে বলেন আমার মেয়ে সম্পর্কে শিক্ষকের কাছ থেকে প্রশংসিত মন্তব্য শুনে আমি গর্ববোধ করেছি। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন সে যেন আরো ভাল কিছু উপহার দিতে পারে এবং ভবিষ্যতে সে সত্যই একজন ভাল মানুষ হয়ে উঠতে পারে। উলেখ্য অহিদুল আলম কালীপুর ইউনিয়ন চেয়ারম্যান আনম শাহাদাত আলম, এমইএস কলেজ এর অধ্যক্ষ আনম সারোয়ার আলম এর ভাই। যিনি বর্তমানে আমেরিকায় কর্মরত আছেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020