Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালীর পুইছড়িতে হাতির আক্রমনে এক মধ্যবয়সী লোকের মৃত্যু

বাঁশখালীর পুইছড়ি ইউনিয়নে ফকির মোহাম্মদ (৬১) নামে এক লোক হাতির আক্রমনে মৃত্যুবরণ করেন। ফকির মোহাম্মদ চকরিয়ার ভিলেজের পাড়াস্ত মৃত মোঃ হোসেন এর পুত্র। বিগত ২৫ বছর ধরে পরিবার নিয়ে পুইছড়ির বসিরাবাড়িস্থ দেলোয়ার বাপের বাড়িতে বসবাস করে আসছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার বিকেলে ১০/১২ জনের একটি দল হরিণহাইয়া নামক স্থান ধরে পেয়ারা বাগানে যাওয়ার সময় হঠাৎ করে হাতির আক্রমণে পড়ে যায়। দলের অন্যান্য সদস্যরা ছুটে পালাতে পারলেও ফকির মোহাম্মদ বয়স ও রুগ্ন শরীর নিয়ে বেশিদূর যেতে পারেনি। হোচট খেয়ে পড়ে গেলে হাতির সহজ আক্রমণ এর শিকার হয়ে মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী ও তিন ছেলে, দুই মেয়ে নিয়ে মোহাম্মদ ফকিরের সংসার। অভাবের সংসারে যে সময় যেটা পায় তা দিয়ে কায়ক্লেশে দিনপার করতেন। দীর্ঘদিন পাহাড়ে নানা ধরনের কাজ করে এলেও এমন বিপদ হবে তারা ভাবতেও পারেননি।

মোহাম্মদ ফকিরের বড় ছেলে, দেলোয়ার হোসেন জানান, হাতির আক্রমনে বাবার চোয়াল আলাদা হয়ে গেছে। আজ (বুধবার) সকাল ৭ ঘটিকায় বসিরাবাড়ি কবরস্থানে নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়।

বাঁশখালী বনবিভাগের কর্মকর্তা (জলদি অভয়ারণ্য) আনিসুজ্জামান বলেন, গভীর জঙ্গলে হাটাচলায় সতর্কতা জারি আছে। চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেয়ার পরেও স্থানীয় লোকজন উপেক্ষা করার কারনে এমন ঘটনা সংগঠিত হয়। নিহতের পরিবার ক্ষতিপূরণের আবেদন করলে তা বিবেচনা করার চেষ্টা করা হবে।

আরও পড়ুন  পাহাড়ি ঝিরির পানিতে পড়ে মাদ্রাসার ছাত্রীর মৃত্যু