- সদ্য প্রকাশ হওয়া দাখিল পরীক্ষায় বাঁশখালীর ২৩ মাদ্রাসার ফলাফল এর একটি বিশ্লেষণ তুলে ধরা হল :
- সর্বোচ্চ জিপিএ৫ পেয়েছে (৪ জন) শেখেরখীল ডিএসএ আলিম মাদরাসা ও জলদী হোসাইনিয়া কামিল মাদরাসা।
- সর্বোচ্চ পাশের হার অর্জন (১০০%) করেছে আম্বিয়া খাতুন মহিলা দাখিল মাদরাসা।
- ৭ম স্থান থেকে ১ম স্থানে উঠে এসেছে আম্বিয়া খাতুন মহিলা দাখিল মাদরাসা পক্ষান্তরে জলদী হোসাইনিয়া কামিল মাদরাসা ৪র্থ স্থানে চলে যায়।
- সবচেয়ে অবনমন হয়েছে পুকুরিয়া আনসারুল উলুম ফাযিল মাদরাসার। গত বছর এই প্রতিষ্ঠানের অবস্থান ছিল ২য় স্থানে। এই বছর এই প্রতিষ্ঠানের অবস্থান ২১ তম।
- ৫ম স্থান থেকে ২৩তম স্থানে (সর্বনিম্নে) অবস্থান করছে বাগমারা অলিশাহ দাখিল মাদরাসা।
নিচে সকল প্রতিষ্ঠানের ফলাফলের তথ্য তুলে ধরা হল।
১. আম্বিয়া খাতুন মহিলা দাখিল মাদরাসা :
মোট পরীক্ষার্থী ৩৬ জন, উত্তীর্ণ ৩৬ জন, পাশের ১০০.০০ হার, জিপিএ ৫-নেই।
২. শেখেরখীল ডিএসএ আলিম মাদরাসা:
মোট পরীক্ষার্থী ১৩৮ জন, উত্তীর্ণ ১১৪ জন, পাশের ৮২.৬১ হার, জিপিএ ৫-৪।
৩. চাম্বল খাঃ কুবরা (রঃ) মহিঃ দাখিল মাদরাসা :
মোট পরীক্ষার্থী ৪৬ জন, উত্তীর্ণ ৩৮ জন, পাশের হার ৮২.৬১, জিপিএ ৫-নেই।
৪.জলদী হোসাইনিয়া কামিল মাদরাসা :
মোট পরীক্ষার্থী ৯৫ জন, উত্তীর্ণ ৭৫ জন, পাশের হার ৭৮.১৫, জিপিএ ৫-৪ জন।
৫.পুঁইছড়ী ইসলামিয়া কামিল মাদরাসা :
মোট ৯৮ পরীক্ষার্থী জন, উত্তীর্ণ ৭৬ জন, পাশের হার ৭৭.৫৫, জিপিএ ৫-৩জন।
৬. চাঁদপুর কাদেরীয়া আলিম মাদরাসা :
মোট পরীক্ষার্থী ৩৪ জন, উত্তীর্ণ ২৬জন, পাশের ৭৬.৪৭ হার, জিপিএ ৫-নেই।
৭. দক্ষিণ পিএম দাখিল মাদরাসা :
মোট পরীক্ষার্থী ৭১ জন, উত্তীর্ণ ৫৪ জন, পাশের হার ৭৬.০৬, জিপিএ ৫-১জন।
৮. পশ্চিম বড়ঘোনা রহঃ দাখিল মাদরাসা :
মোট পরীক্ষার্থী ৫৬ জন, উত্তীর্ণ ৪২ জন, পাশের হার ৭৫.০০, জিপিএ ৫-নেই।
৯. শেখেরখীল ইসলামিয়া দাখিল মাদরাসা:
মোট পরীক্ষার্থী ৮৯ জন, উত্তীর্ণ ৬৬ জন, পাশের হার ৭৪.১৬, জিপিএ ৫-৩ জন।
১০. মিনজিরিতলা দাখিল মাদরাসা:
মোট পরীক্ষার্থী ৩৩ জন, উত্তীর্ণ ২৪ জন, পাশের হার ৭২.৭৩, জিপিএ ৫- নেই।
১১. যাতানুরাইন ফাযিল মাদরাসা:
মোট পরীক্ষার্থী ৬৩ জন, উত্তীর্ণ ৪৫ জন, পাশের হার ৭১.৪৩, জিপিএ ৫-নেই।
১২. বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসা :
মোট পরীক্ষার্থী ৯০ জন, উত্তীর্ণ ৬২ জন, পাশের হার ৬৮.৮৯, জিপিএ ৫-১জন।
১৩. পশ্চিম বাঁশখালী দাঃ ইসলা দাখিল মাদরাসা :
মোট ৪০ পরীক্ষার্থী জন, উত্তীর্ণ ২৫ জন, পাশের হার ৬২.৫০, জিপিএ ৫-নেই।
১৪. রঙ্গিয়াঘোনা মনচুরিয়া ফাযিল মাদরাসা:
মোট পরীক্ষার্থী ৭১ জন, উত্তীর্ণ ৪৭ জন, পাশের হার ৬৬.২০, জিপিএ ৫-১জন।
১৫. শাহ আমানত দাখিল মাদরাসা :
মোট পরীক্ষার্থী ৭৪ জন, উত্তীর্ণ ৪৪ জন, পাশের হার ৫৯.৪৬, জিপিএ ৫-নেই।
১৬. উপকূলীয় কেএইচডি মাদরাসা :
মোট পরীক্ষার্থী ৪৮ জন, উত্তীর্ণ ২৭ জন, পাশের হার ৫৬.২৫, জিপিএ ৫-নেই।
১৭. পালেগ্রাম হাকেমিয়া আলিম মাদরাসা :
মোট পরীক্ষার্থী ৫৪ জন, উত্তীর্ণ ৩০ জন, পাশের হার ৫৫.৫৬, জিপিএ ৫-নেই।
১৮. পশ্চিম বাঁশখালী গন্ডাঃ রঃ ফাযিল মাদরাসা :
মোট পরীক্ষার্থী ১১৮ জন, উত্তীর্ণ ৫৪ জন, পাশের হার ৫৪.২৪, জিপিএ ৫-নেই।
১৯. আহমদিয়া ডলমপীর(রঃ) আলিম মাদরাসা:
মোট পরীক্ষার্থী ৬২ জন, উত্তীর্ণ ৩১ জন, পাশের হার ৫০.০০, জিপিএ ৫-২জন
২০. কোকদণ্ডী ইসলামিয়া দাখিল মাদরাসা :
মোট পরীক্ষার্থী ৭৫ জন, উত্তীর্ণ ৩৬ জন, পাশের হার ৪৮.০০, জিপিএ ৫- নেই।
২১. পুকুরিয়া আনসারুল উলুম ফাযিল মাদরাসা
মোট ৮৯ পরীক্ষার্থী জন, উত্তীর্ণ ৩৭ জন, পাশের হার ৪১.৫৭, জিপিএ ৫- নেই।
২২. কদমরসুল হামেদিয়া দাখিল মাদরাসা :
মোট পরীক্ষার্থী ৪০ জন, উত্তীর্ণ ১৪ জন, পাশের হার ৩৫.০০, জিপিএ ৫-নেই
২৩. বাগমারা অলিশাহ দাখিল মাদরাসা :
মোট পরীক্ষার্থী ৩৫ জন, উত্তীর্ণ ৭ জন, পাশের হার ২০.০০ , জিপিএ ৫-নেই।