Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালীর মেয়ে তেহেসিনের দক্ষিন কোরিয়ার এওয়ার্ড অর্জন

বাঁশখালীর মেয়ে তেহেসিনের দক্ষিন কোরিয়া Pukyong National University থেকে Early Career Research Award এর গৌরবে সিক্ত।

তেহেসিনের পুরো নাম তেহেসিন সামিরা দেলোয়ার (তাওয়িল), সে বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের মোশাররফ আলীর বাড়ীর অধ্যাপক দেলোয়ার হোছাইন ও কাওসার পারভীন দম্পতির ৩য় সন্তান।

তেহেসিন ২০১৭ সালে Full Funded Scholarship নিয়ে এম এস করতে যায় এবং সাফল্যের সাথে এম এস শেষ করে ।পুনরায় Full Funded Scholarship নিয়ে পিএইচডি করছে।

তেহেসিনের মা কাউসার পারভীন জানান, আমার মেয়ে বিদেশের মাঠিতে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশ তথা বাঁশখালীর নাম উজ্জ্বল করায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমার সন্তানদের এত বড় সম্মান দিয়েছেন। পাশাপাশি যারা আমার পরিবারের পাশে ছিল সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।

আরও পড়ুন  আইআইইউসি’র সা‌য়ে‌ন্সেস অব হাদীস অ‌্যান্ড ইসলা‌মিক স্টা‌ডিজ বিভা‌গের চেয়ারম্যান বাঁশখালীর সাইয়্যেদ নুর