গত ১৮ ই জুন রোজ শনিবার রত্নপুর কুকুর চাঁদ পন্ডিতের বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার কে গাউছিয়া কমিটি বাংলাদেশ বাঁশখালী উপজেলা উত্তর ও ৪ নং বাহারচরা ইউনিয়ন শাখা কর্তৃক নগদ অর্থ প্রধান করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ নেতৃবৃন্দ, এসময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঁশাখালী উপজেলা শাখার সভাপতি,মৌলানা আব্দুর রহিম সিরাজি, সাধারণ সম্পাদক কাজি মোহাম্মদ সাহেদ, স্থানিয় উপজেলা যুবলীগ নেতা সেলিম চৌধুরী, মোহাম্মদ খোরশেদুল আলম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজউদ্দীন,মাষ্টার জসিম উদ্দিন,মুহাম্মদ কফিল, ছাত্রসেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক,এইচ এম নেজাম উদ্দীন, সৈয়দ মোহাম্মদ আবদুল হালিম,হাফেজ মুহাম্মদ ওয়াকিল আহমদ, ইরফানুর রহমান, রুবেল, মোশাররফ, , হাফেজ এনাম, জহির,মেম্বার আব্দুল মাবুদ, আশেক সওদাগর, গিয়াসউদ্দিন, বোরহান টিপু, আলমগীর, আমিনুর রশিদ, এহসান হাবিব,, মোরশেদ, এরশাদ,সাহাব উদ্দিন, আবুল কাশেম মিয়া সহ প্রমুখ ।
গাউছিয়া কমিটি বাহারচরার পক্ষ হতে প্রতি পরিবারের জন্যে ৬৫০০ টাকা করে ৭ পরিবারকে মোট ৪৫৫০০ টাকা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020