এম আর মুজিব (মোজাম্বিক সংবাদদাতা )
বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নের
৪নং ওয়ার্ড কাহার ঘোনা আবদুস ছামাদ মাঝির বাড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অনুদান প্রদান করলেন প্রবাসীদের সংগঠন বাংলাদেশ মোজাম্বিক প্রবাসী । বৃহস্পতিবার দুপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশি মোজাম্বিক প্রবাসীদের উদ্যোগে ক্ষতিগ্রস্থ তিন পরিবারের মাঝে মোট ২ লক্ষ ৪ হাজার নগদ টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব আনিছুর রহমান, জিকু সিকদার, বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক এম আর মুজিব, জাকের হোছাইন, আদিল হোসেন ইফতু ,খোরশেদ আলম, মনছুর, মো: ফয়েজ উদ্দিন, আনোয়ারুল ইসলাম রুবেল, আদিল হোসেন ইফতু, আবু বক্কর,প্রমূখ।
এ সময় ক্ষতিগ্রস্ত নিহত পরিবারের মাঝে কিছুটা স্বস্তিও লক্ষ্য করা যায়। অনেকে আবার আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। নিহত ২ শিশুর দাদী বলেন, ২ নাতীকে হারিয়েছি। আমার ছেলের সারা জীবনের যা অর্জন, সহায় সম্বল সব পুরে শেষ, এখন আমাদের মানবেতর জীবন যাপন করা ছাড়া উপায় নাই। আজ যারা আমাদের সহায়তা করেছে তাদের প্রতি কৃতজ্ঞ।
বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব আনিছুর রহমান বলেন, সরল ইউনিয়নের আশিঘর পাড়ায় অগ্নিকান্ডে মারা যায় মিনহাজ ও রুহী। তাদের ঘর-বাড়ি ও পুড়ে শেষ, নিম্ন আয়ের এই সব মানুষের সামান্য জিনিসপত্রও তারা রক্ষা করতে পারেনি। ভয়াবহ আগুন তাদের সব কিছু কেড়ে নিয়েছে। তাই এই সব অসহায় মানুষদের পাশে আমি সহ বাংলাদেশী প্রবাসী সংগঠন মোজাম্বিক কমিউনিটি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এসময় তিনি বিত্তশালীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানান।
উল্লেখ্য গত ৭ই ফেব্রুয়ারি অগ্নিকান্ডের ঘটনায় ২ শিশু আগুনে পুড়ে নিহতসহ তিন পরিবারের ঘর-বাড়িসহ সম্পূর্ণ মালামাল পুঁড়ে ছাই হয়ে যায়