Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা কাজমী

রেহেনা আক্তার কাজমী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমীকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এর দায়িত্ব প্রধান করা হয়। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) প্রজ্ঞাপনের আলোকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনের আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী গত ১৯ নভেম্বর ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এর পদটি শূন্য হয়ে যায়। পরিষদের কার্যক্রম অব্যাহত রাখতে উপজেলা পরিষদ বিধিমালা ২০১০ এর ১৫(১) বিধি অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব প্রাপ্ত রেহেনা আক্তার কাজমী বলেন, পরবর্তী নির্বাচন তো সন্নিকটে। যেটুকু সময় পাওয়া যায় তাতে সমস্যা চিহ্নিত করে সকলের সহযোগিতা নিয়ে অর্পিত দায়িত্ব আন্তরিকতার সাথে সম্পাদন করে যেতে চাই। পরিষদের রেজুলেশন অনুযায়ী আমাদের ভাইস চেয়ারম্যান না থাকায় ১নং প্যানেল চেয়ারম্যান হিসেবে আমাকেই অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং তদনুযায়ী দায়িত্বভার অর্পণ বলতে পারেন। যতটুকু সুযোগ থাকে সাধ্যের সবটুকু দিয়ে কাজ করতে চাই।

আরও পড়ুন  ব্যবসা ও সমাজসেবায় স্বাধীনতা স্মৃতি পদক পেলেন বাঁশখালীর মিজান