ফটোগ্রাফির প্রতি ভালবাসা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাঁশখালী এক্সপ্রেস এর প্রতি সপ্তাহের আয়োজন আজকের ছবিয়াল।
- অংশ গ্রহনের নিয়ম :
বাঁশখালী এক্সপ্রেস এর ফ্যান পেইজে নির্দিষ্ট প্রতি রবিবার নির্দিষ্ট বিষয় ঘোষণা করে পোস্ট দেয়া হবে। - সেই পোস্টের কমেন্ট বক্সে নিজের হাতে তো তোলা ছবি প্রতি রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে পোস্ট করতে হবে।
- দর্শক মতামত (রিয়েকশন/কমেন্ট) ও এডিটর চয়েসের ভিত্তিতে সন্ধ্যা ৭-৮ টার ভেতর আজকের ছবিয়াল নির্বাচিত করা হবে।
- নির্বাচিত ছবিয়ালের মন্তব্যের ঘরে নির্বাচিত লিখে রিপ্লাই দেয়া হবে।
- নির্বাচিত প্রতিযোগিকে আমাদের হোয়াটসঅ্যাপ নং/ইমেইলে (+8801751740740/ banshkhaliexpress@gmail.com) নির্বাচিত অর্জিনাল ছবি, প্রতিযোগির নাম ও হোয়াটসঅ্যাপ নং, ছবির লোকেশন, ডিভাইসের নাম ইত্যাদি পাঠাতে হবে।
- রাত ৮/৯ টার মধ্যে নির্বাচিত আজকের ছবিয়ালকে নিয়ে ফ্যান পেইজে পোস্ট করা হবে।
- সেরা ছবিয়ালকে নিয়ে বাঁশখালী এক্সপ্রেস ছবিয়াল ফোরাম গঠিত হবে।
- নির্দিষ্ট টপিকের বাইরের ছবি বিবেচিত নয়।
ছবির অনুপাত ১৬:৯ হতে হবে। সংগৃহীত ছবি, মেটাডাটা বিহীন ছবি প্রতিযোগিতার জন্য বিবেচিত হবেনা। ছবির অনুপাত ১৬:৯ হতে হবে। - নির্বাচিত প্রতিযোগিদের নিয়ে বিভিন্ন ফটোগ্রাফির ইভেন্ট পরিচালিত হবে।
- এই প্রতিযোগিতার শর্ত, নিয়মাবলীর সংযোজন, বিয়োজন, সম্পাদন, বাতিলের সর্বময় অধিকার বাঁশখালী এক্সপ্রেস সংরক্ষণ করে।
সবাইকে নিয়ম অনুসরণ করে অংশগ্রহণ এর অনুরোধ করা হচ্ছে। হ্যাপি ফটোগ্রাফি 📸