Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালী ক্যাডেট ফোরাম গঠিত

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) বাঁশখালী ডিগ্রি কলেজ প্লাটুনের এক্স ক্যাডেটদের নিয়ে গঠিত বাঁশখালী ক্যাডেট ফোরাম (বিসিএফ) এর মাসিক সভা
পানি উন্নয়ন বোর্ড মাঠে এ.জি.এম. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এক্স ক্যাডেট আন্ডার অফিসার এ.জি.এম. জাহাঙ্গীর আলমকে সভাপতি ও এক্স ক্যাডেট আন্ডার অফিসার মো. আলমগীরকে সাধারণ সম্পাদক মনোনীত করে আগামী ১ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ – সভাপতি আব্দুল মোতালেব, সহ -সভাপতি আলী আজম, সহ -সভাপতি – নুর আহমদ, যুগ্ম সম্পাদক রিয়াদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, সহ – সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন শিহাব, অর্থ সম্পাদক রবিউল হাসান শাপলা, সহ – অর্থ সম্পাদক। – মোঃ তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শোয়েব, সহ – প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলি আক্তার, দপ্তর সম্পাদক আহমেদুর রহমান সাকিব, সহ – দপ্তর সম্পাদক। – তানজিয়া সোলতানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিল্পব আর্চায্য, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৃষ্টি রুদ্র, সমাজ কল্যান সম্পাদক মো হাসেম, কার্যনির্বাহী সদস্য নেচার উদ্দিন, কার্যনির্বাহী সদস্য নুরুল কবির, কার্যনির্বাহী সদস্য মোঃ আমির হোসাইন, কার্যনির্বাহী সদস্য – আজিম উদ্দিন শিবলু কার্যনির্বাহী সদস্য মোঃ ফারুক হোসেন, কার্যনির্বাহী সদস্য ইমন ধর ও কার্যনির্বাহী সদস্য – মনছুর আজাদ।
সভায় চলতি মাসে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভুমি) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে দ্রুত সময়ে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহনে রচনা প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রত্যাশা করা হয় নবগঠিত কমিটির মাধ্যমে বাঁশখালীর এক্স ক্যাডেটদের সার্বিন উন্নয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ নানা আর্থ-সামাজিক উন্নয়নে ফোরামের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করা হবে। ▪️বিজ্ঞপ্তি

আরও পড়ুন  বাহারচরা নাকি বাহারছড়া? দ্ব্যর্থতা নিরসন