বাঁশখালী ছাত্র সংস্থা'র ৩৮তম কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা ২০২৩ ইং সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতিত্ব করেন, মোঃ তাওহিদুল ইসলাম এর সভাপতিত্বে (সভাপতি, ৩৮তম কমিটি অত্র সংগঠন) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ এর ডাক্তার আসিফুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জিয়াউল হক সাহেব, স্থায়ী পরিষদের প্রধান অত্র সংগঠন, অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ, আইনজীবী চট্টগ্রাম জজ কোর্ট,
মিনহাজ সিকদার, সাবেক সভাপতি অত্র সংগঠন। নজরুল ইসলাম, সাবেক সভাপতি অত্র সংগঠন।
সদস্যদের মাঝে বক্তব্য রাখেন, এ.কে.আর তালেব, সাধারণ সম্পাদক অত্র সংগঠন, ইমাম হোছাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক অত্র সংগঠন, মোঃ খোবাইব, সাংগঠনিক সম্পাদক, অত্র সংগঠন, আবু রাইয়ান মোঃ হিজবুল্লাহ, অর্থ সম্পাদক অত্র সংগঠন, আব্দুল্লাহ হাসান রানা, প্রচার সম্পাদক অত্র সংগঠন, সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক অত্র সংগঠন, মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তৈয়ব প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020