সভাপতি তাওহিদুল ইসলাম , সম্পাদক ইমাম হোসেন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাঁশখালী ছাত্র সংস্থার ৩৯তম কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ তাওহিদুল ইসলাম সভাপতি, হোছাইন মোহাম্মদ সোহেল সিনিয়র সহ-সভাপতি, এবং ইমাম হোসেন কে সাধারণ সম্পাদক করে ৬৯সদস্য কমিটি গঠন করা হয়।
শনিবার (১৪ই জানুয়ারী) সন্ধায় বাঁশখালী উপজেলা ছাত্র সংস্থার কার্যালয়ে ছাত্র সংস্থার স্থায়ী পরিষদের প্রধান মু. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় সবার সম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যন্যারা হলেন, সহ-সভাপতিঃ মিছবাহ উদ্দিন শামিম, সহ-সভাপতিঃ এইচ এম মিজানুর রহমান , সহ-সভাপতিঃ মোহাম্মদ এনামুল হক, সহ-সভাপতিঃ এ.কে.আর তালেব,সহ-সভাপতিঃফরহাদুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদকঃ রোবায়েত কাদের,যুগ্ম-সাধারণ সম্পাদকঃ মোহাম্মদ জাবেদ ওমর রিকন,যুগ্ম-সাধারণ সম্পাদকঃ আব্দুল্লাহ হাসান রানা,যুগ্ম-সাধারণ সম্পাদকঃ মোহাম্মদ খোবাইব,যুগ্ম-সাধারণ সম্পাদকঃ মোঃ শাহাদত হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদকঃ ইফতেখার হোসেন,যুগ্ন-সাধারণ সম্পাদকঃ এনামুল হক শান্ত, সাংগঠনিক সম্পাদকঃ মিসবাহ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদকঃ তৌহিদ-উল বারী,সহ-সাংগঠনিক সম্পাদকঃ আশেকুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদকঃ আবু রাইয়ান মোহাম্মদ হিজবুল্লাহ,সহ-সাংগঠনিক সম্পাদকঃ তৎরিয়ান কবির চৌধুরী চিজান,অর্থ সম্পাদকঃ মামুনুর রশিদ নূরী,উপ-অর্থ সম্পাদকঃ জাহেদুল কবির,দপ্তর সম্পাদকঃ জাবেদ হাসান রিয়াদ, উপ-দপ্তর সম্পাদকঃ মোহাম্মদ আজম রাজু, প্রচার সম্পাদকঃ মোহাম্মদ আরিফুল ইসলাম, উপ-প্রচার সম্পাদকঃ জুনাইদুল করিম জুয়েল,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকঃ মুরশেদ
ধর্ম বিষয়ক সম্পাদকঃ মাওলানা খোবাইব, আল-ইসলাম রাসিফ , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ আরিয়ান সিকদার,রক্তদান বিষয়ক সম্পাদকঃ মোঃ মুবিনুল ইসলাম,ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকঃ হাসান হাবিব চৌধুরী,আইন বিষয়ক সম্পাদকঃ তানভীরুল ইসলাম রাব্বী,প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ ওয়াহিম চৌধুরী,উপ-প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ ইসমাইল হোছাইন সিরাজী,ক্রিড়া বিষয়ক সম্পাদকঃ সাজ্জাদ হোসেন সাকিব,
সদস্য মোঃ সোহেল উদ্দিন,মোহাম্মদ ইমরান ইফ্তি,সাইফুল ইসলাম, আদনানুল ইসলাম আদিল,জমির মাহমুদ,মোহাম্মদ আবুল কাশেম,জাহেদুল ইসলাম,হেফাজ উদ্দিন,নেজাম উদ্দিন,মিনহাজুল ইসলাম বাবু,শাহাদাত হোসেন, জমির উদ্দিন, এরশাদুল ইসলাম, আজমাইন ইখতিকার শাফি, সাইফুল ইসলাম আসাদ,তাসরিফুল ইসলাম রাজ
নির্বাহী সদস্যরা হলেন, কাইছার উদ্দিন – পুকুরিয়া,মোঃ আকিব উদ্দিন- সাধনপুর,জামিল হায়দার চৌধুরী- খানখানাবাদ,আদনানুল ইসলাম আদিল- বাহারছাড়া,রাকিবুল হাসান রাকিব – কালীপুর
মারুফুল ইসলাম – বৈলছড়ি,মোহাম্মদ ওসমান গণি- কাথরিয়া,শাহ কামাল ইসলাম- সরল,সাইদ নাঈম মোঃ আসিফ – পৌরসভা,তারেকুর রহমান- গন্ডামারা,এস এম,নাছির উদ্দীন- শীলকুূপ,শাহ আরাফাত- চাম্বল আরিফুল ইসলাম- পুইছড়ি,এরফানুল হক- ছনুয়া,মোঃ আরাফাত ফারুকী- শেখেরখীলপ্রমুখ।