
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের আওতাধীন আঞ্চলিক মহাসড়ক আনোয়ারা কালাবিবির দিঘী থেকে বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী হয়ে চকরিয়া পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে বাঁশখালী সচেতন নাগরিক কমিটি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়কটি দীর্ঘদিন ধরে সরু ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে চট্টগ্রাম-কক্সবাজারসহ অন্তত ৮ উপজেলার মানুষ চলাচল করে। শিল্প-কলকারখানা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রকল্প, কৃষিপণ্য, লবণ, চিংড়ি, সমুদ্রের মৎস্য সম্পদ, চা পাতা ও পর্যটন খাতের পরিবহনে এ সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রসারিত সড়ক হলে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়াসহ এ অঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হবে বলে নাগরিক কমিটি মনে করে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রায় ১১ হাজার কোটি টাকায় নির্মিত হলেও বর্তমানে লোকসানে চলছে। সরকার প্রতিদিন প্রায় ২৮ লাখ টাকা ভর্তুকি দিচ্ছে। এ লোকসান কমাতে হলে বাঁশখালী হয়ে পেকুয়া-চকরিয়া-কক্সবাজার সড়কটি চার লেন করা জরুরি।
এ ছাড়া মহেশখালী-মাতারবাড়ীতে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর, ১৩শ’ মেগাওয়াট মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প, ১৩২০ মেগাওয়াট বাঁশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন শিল্প-বাণিজ্য প্রকল্প বাস্তবায়নে চার লেন সড়ক গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সহায়তা দেবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-কক্সবাজার সড়কপথে দূরত্বও ৩৫ কিলোমিটার কমে আসবে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির নেতা ও এডিশনাল পিপি ইফতেখার হোসেন মহসিন, এডিশনাল পিপি অ্যাডভোকেট মফিজুল হক, অ্যাডভোকেট সরওয়ার কামাল, আইনজীবী দৌলত আকবর, অ্যাডভোকেট আরিফুল হক তায়ের, দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মুহাম্মদ নিজাম উদ্দীন, চট্টগ্রাম মহানগর ওলামা দলের সদস্য সচিব জয়নাল আবেদিন, তরুণ লেখক তৌহিদুল বারী, ব্যবসায়ী সিরাজুল করিম মানিক, জুলাই যোদ্ধা মোহাম্মদ সাগর, জুলাই যোদ্ধা আরাফাতুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ মাহফুজ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020