চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাঁশখালী ডিগ্রী কলেজের নব মনোনীত সভাপতি ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ড. জমির উদ্দীন সিকদারকে সংবর্ধিত করেছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা। গত শনিবার বেলা বারোটার দিকে কলেজের দায়িত্ব গ্রহণ পরবর্তী প্রথমবারের মতো কলেজ ক্যাম্পাসে এলে অধ্যাপক আবদুল গফুর, কলেজের অধ্যক্ষ ফারুক আহমদ, ডা. ফররুখ আহমদ ফারুক, অধ্যাপক কবি কামরুদ্দিন আহমদ, আকাশ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে ড. জমির উদ্দীন সিকদার বলেন, বাঁশখালীর প্রাচীন এই বিদ্যাপীঠে গভর্ণিং বডির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। আমি এই কলেজের শিক্ষার মান বাড়াতে আন্তরিক প্রচেষ্টা চালাবো। দায়িত্ব যথাযথভাবে পালনে আমি সকলের সহযোগিতা কামনা করছি। একই দিনে তিনি বাঁশখালীর সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা মরহুম সুলতানুল কবির চৌধুরী ও বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দের কবর জিয়ারত করেন। প্রসঙ্গত, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বাঁশখালী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে ড. জমির উদ্দীন সিকদারের নাম ঘোষণা করা হয়। ড. জমির উদ্দীন সিকদার একই সাথে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি ও ঢাকাস্থ চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020