সুমন সভাপতি, সম্পাদক রবিন
চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাঁশখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটির অনুমোদন দেয়া হয়। যেখানে সুমন দত্তকে সভাপতি ও শাহাবুদ্দিন রবিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাঁশখালী পৌরসভা শাখার তিন বছর মেয়াদি আংশিক কমিটিও অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন রফিকুল আলম দিদার, (সহ-সভাপতি), শহিদুল ইসলাম (সহ-সভাপতি), মোহাম্মদ মহিউদ্দিন (সহ-সভাপতি), শম্ভু দাশ(সহ-সভাপতি), সুব্রত দত্ত(যুগ্ম-সাধারণ সম্পাদক), শহিদুল ইসলাম শিকদার (যুগ্ম-সাধারণ সম্পাদক), আশরাফ হোসাইন(সাংগঠনিক সম্পাদক), রুবেল দত্ত (সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ পারভেজ(সাংগঠনিক সম্পাদক), তানভীরুল ইসলাম (তৌহিদ)(প্রচার সম্পাদক), মোহাম্মদ হাবিবুল্লাহ(দপ্তর সম্পাদক), রনি ধর(গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক), নিকাশ ধর(অর্থ বিষয়ক সম্পাদক), এ্যাডভোকেট ক্লিনটন বড়ুয়া(আইন বিষয়ক সম্পাদক), শৈবাল ধর(শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক), মোহাম্মদ রাশেদ(স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক), বদরুল হুদা চৌধুরী(তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক), শাহাদাত হোসাইন শহিদ(সমাজ কল্যাণ সম্পাদক), মোহাম্মদ আনছার উদ্দিন(ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক),মোঃ আজগর হোসেন (বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক), হামিদুর রহমান মানিক(বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), রাজু দত্ত(সাহিত্য ও সঙ্গীত বিষয়ক সম্পাদক), রাজীব দত্ত(কৃষি বিষয়ক সম্পাদক), মোঃ দিদারুল ইসলাম(ধর্ম বিষয়ক সম্পাদক), রিজেন বড়ুয়া(মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক), মোঃ দেলোয়ার হোসেন(প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক), বিটন বড়ুয়া(সদস্য), মোঃ সরওয়ার উদ্দিন(সদস্য), নোমান জহির (সদস্য) প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020