Search
Close this search box.
Search
Close this search box.

বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে ২০০৭ ব্যাচের ইফতার মাহফিল

বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার (৮ এপ্রিল) বিদ্যালয়ের এসএসসি’০৭ ব্যাচ’র ইফতার পার্টি ও বন্ধু সম্মিলন সম্পন্ন হয়। মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মফজল আহমদ । এসময় বক্তব্য রাখেন মিজান সিকদার, এম আর মুজিব , নিজাম উদ্দিন সিকদার। এই সময় ব্যাচের আরো উপস্থিত ছিলেন , জিসান মোহাম্মদ , হাসনাত কুরাইশ ,মেম্বার সিদ্দিক আকবর বাহাদুর,টিটু দাশ,ছৈয়দ নূর,মোহাম্মদ এনামুল হক,মোহাম্মদ ইদ্রিস ,মিন্টু বড়ুয়া প্রমুখ ।

ব্যাচ শিক্ষার্থী এম আর মুজিব বলেন , প্রতি বছরের মত এই বছরও ২৮ রমজানে আমরা একত্রিত হতে পেরে খুবই আনন্দিত । জিসান মোহাম্মদ বলেন ,আমাদের ২০০৭ ব্যাচের প্রতি বছর ২৮ রমজানে ইফতার পাটি অনুষ্ঠিত হয় এবং আগামী বছরও ২৮ রমজানে মিলিত হওয়ার আশা রাখি ইনশাআল্লাহ। মিজান সিকদার বলেন, আমাদের বন্ধুত্ব ও বন্ধন অটুট রাখার জন্য প্রতি বছর ইফতার পাটি এবং মিলন মেলার প্রয়োজনীয়তা অপরীসিম। সকল বন্ধুদের যে যেখানে থাকুক না কেনো আমরা দিন শেষে যেন পারস্পরিক খবরাখবর নিই, ঐক্যবদ্ধ থাকি।

আরও পড়ুন  বাংলাদেশে করোনার ভারতীয় ধরনের (ভ্যারিয়্যান্ট) সন্ধান