বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার (৮ এপ্রিল) বিদ্যালয়ের এসএসসি’০৭ ব্যাচ’র ইফতার পার্টি ও বন্ধু সম্মিলন সম্পন্ন হয়। মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মফজল আহমদ । এসময় বক্তব্য রাখেন মিজান সিকদার, এম আর মুজিব , নিজাম উদ্দিন সিকদার। এই সময় ব্যাচের আরো উপস্থিত ছিলেন , জিসান মোহাম্মদ , হাসনাত কুরাইশ ,মেম্বার সিদ্দিক আকবর বাহাদুর,টিটু দাশ,ছৈয়দ নূর,মোহাম্মদ এনামুল হক,মোহাম্মদ ইদ্রিস ,মিন্টু বড়ুয়া প্রমুখ ।
ব্যাচ শিক্ষার্থী এম আর মুজিব বলেন , প্রতি বছরের মত এই বছরও ২৮ রমজানে আমরা একত্রিত হতে পেরে খুবই আনন্দিত । জিসান মোহাম্মদ বলেন ,আমাদের ২০০৭ ব্যাচের প্রতি বছর ২৮ রমজানে ইফতার পাটি অনুষ্ঠিত হয় এবং আগামী বছরও ২৮ রমজানে মিলিত হওয়ার আশা রাখি ইনশাআল্লাহ। মিজান সিকদার বলেন, আমাদের বন্ধুত্ব ও বন্ধন অটুট রাখার জন্য প্রতি বছর ইফতার পাটি এবং মিলন মেলার প্রয়োজনীয়তা অপরীসিম। সকল বন্ধুদের যে যেখানে থাকুক না কেনো আমরা দিন শেষে যেন পারস্পরিক খবরাখবর নিই, ঐক্যবদ্ধ থাকি।