বাঁশখালী ল স্টুডেন্টস এসোসিয়েশন এর উদ্যোগে বাঁশখালীস্থ আইনের ছাত্র, বিজ্ঞ আইনজীবীদের নিয়ে ইফতার প্রোগ্রাম ও আলোচনা সভা ১২ মে বুধবার বাঁশখালী গ্রীন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ইফতার প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন যুগ্ম দায়রাজজ বাঁশখালী, মোহাম্মদ বেলাল সিনিয়র সহকারী জজ কক্সবাজার, মোহাম্মদ দিদারুল আলম সাধারণ সম্পাদক, বাঁশখালী আইনজীবী সমিতি আবু নাসের সহ সাধারণ সম্পাদক বাঁশখালী আইনজীবী সমিতি, ফরিদুল আলম আইনজীবী চট্টগ্রাম জজ কোর্ট লায়ন শেখর দত্ত সিনিয়র কর আইনজীবী চট্টগ্রাম। সংগঠনের সাধারণ সম্পাদক এম জাফরান আদনানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আরিফুল হক তায়েফ, অনুষ্ঠিত ইফতার প্রোগ্রামে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাইমুনুর রশীদ মামুন।
প্রোগ্রাম আরো বক্তব্য রাখেন আইনজীবী মোহাম্মদ মহিউদ্দিন, জাকির হোসেন, বক্তব্য রাখেন হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন, আমির সোহেল, মঈনুল ইসলাম রাজু, জাহেদুল ইসলাম তুষার, এরফানুল হক, ইমরানুক হক, তন্ময় বড়ুয়া, শাহীন ইকবাল, রবিউল আউয়াল হিরো, মারুফুল হক, রেজাউল করিম, তন্ময় দাশ, মুজাহিদুল হক রাকিব, ইলিয়াস উদ্দিন, সাহাব উদ্দিন, মুজাহিদ, গিয়াস উদ্দিন, আনিছ উদ্দিন, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020