বাঁশখালী সমুদ্র সৈকতের খানখানাবাদ পয়েন্টে, কাজমা খাতুন (৭০) নামে এক মানসিক নারীর লাশ উদ্ধার করে বাহারচরা ফাঁড়ির এসআই মাসুদ ও এস আই তানভীর এর নেতৃত্বাধীন পুলিশ দল।
জানা যায় শুক্রবার বিকেলে বের হয়ে তিনি আর ঘরে ফেরেননি। তিনি বাহারচরা ইউনিয়নের মৈজার বাপের বাড়ির মৃত খাইর আহমদের স্ত্রী। দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন।
স্থানীয় যুবক আমানত করিম বলেন, জেলেরা সাগরে মাছ ধরতে গেলে তারা একজন বয়স্ক মহিলার মৃত দেহ পড়ে থাকতে দেখা যায়। তাদের মাধ্যমে জানতে পেরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বাহারচরা পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ বলেন, স্থানীয়রা খবর দিলে লাশ উদ্ধার করে লাশ বাহারছড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন কে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020