আজ শুক্রবার (১৮ আগস্ট) "রক্ত দিয়ে জীবন বাঁচাই, গাছ লাগিয়ে পৃথিবী সাজাই।
গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি।"এই শ্লোগানকে সামনে রেখে" রক্তের সন্ধানে বাঁশখালী " বাঁশখালী সমুদ্র সৈকতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন
বৃক্ষ আমাদের বন্ধুর মতো ছায়াতলে আগলে রাখে। বৃক্ষ যেমন প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় তেমনি মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনে বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ আমাদেরকে অক্সিজেন সরবরাহ দেয় কিন্তু আমাদের কাছ থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে বৃক্ষ।আমাদের জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম তেমনি আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার গুরুত্বও কম নয়। বৃক্ষ পরিবেশের অন্যতম বনজ সম্পদ। বৃক্ষের পাতা, ফল ও বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। বৃক্ষ থেকে তন্তু আহরণ করে পরিধেয় বস্ত্র প্রস্তুত করা হয়। বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমাদের বাড়িঘর, আসবাবপত্র, লেখার সামগ্রী কাগজ ও পেনসিল তৈরি করা হয়। রোগ নিরাময়ের ওষুধও এই বৃক্ষ থেকেই তৈরি করা হয়।জীবজগতকে ছায়া দেয় বৃক্ষ।সকল প্রাণী বৃক্ষ থেকে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে।পরিবেশের ভারসাম্য রক্ষার সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের বৃক্ষের সংখ্যা খুবই কম। তাই আমাদের প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। সেই ধারাবাহিকতায় রক্তের সন্ধানে বাঁশখালী সংগঠনের সদস্যবৃন্দ আজ ১৮ আগষ্ট খানখানাবাদ সমুদ্র পয়েন্টে বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়ক মঞ্জুরুল হক চৌধুরী,প্রতিষ্ঠাতা পরিচালক মোরশেদুল আলম,প্রতিষ্ঠাতা এডমিন এম,আর,সি মিশকাত,সহ-অর্থ সম্পাদক মুহাম্মদ সাকিবুল ইসলাম, কার্যকরী সদস্য আরমান হায়দার, কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম সহ প্রমুখ। উক্ত কর্মসূচি রক্তের সন্ধানে বাঁশখালী সংগঠন সুন্দরভাবে সম্পন্ন করে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020